শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

১৮ মার্চ ঢাকায় বাংলাদেশ ফুটবল দলের সঙে যোগ দেবেন হামজা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২০:৪১

আপডেট: ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ২১:১৭

শেয়ার

১৮ মার্চ ঢাকায় বাংলাদেশ ফুটবল দলের সঙে যোগ দেবেন হামজা
ছবি: সংগৃহীত

আগামী ভারত ম্যাচের জন্য ৯ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বাফুফে। শুক্রবার এই ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হবে। সেই ক্যাম্পে ৩০ জন ফুটবলারকে ডেকেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ফলে ৮ জন ফুটবলার অনুশীলন বা ক্যাম্প করার আগেই বাদ পড়ে গেলেন।

৩৮ জনের তালিকায় পাঁচ জন ছিলেন গোলরক্ষক। ৩০ জনের তালিকায় দুই গোলরক্ষক আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান বাদ পড়েছেন।

বাংলাদেশের ফুটবলের সংস্কৃতি অনুযায়ী ক্যাম্প শুরু হওয়ার আগের দিন প্রাথমিক তালিকা গণমাধ্যমে প্রকাশ করে ফেডারেশন। এবারই প্রথম ব্যতিক্রমভাবে দুই সপ্তাহ আগে বড় প্রাথমিক তালিকা প্রকাশ হয়েছিল। সেই তালিকায় জায়গা পাওয়া নতুন ফুটবলাররা জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছিলেন। বাদ পড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তাদের মন খারাপ।

শুক্রবার রাজধানীর এক হোটেলে ২৮ জন ফুটবলার ক্যাম্পে যোগ দেবেন। পরের দিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু হবে। ৫ মার্চ সৌদির  উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল।

৩০ জনের প্রাথমিক তালিকায় রয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরি ও ইতালিয়ান লিগে খেলা ফাহমিদুল। এই দুই জনের প্রসঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা মার্চের ১৮ তারিখ বাংলাদেশে আসতে পারেন। সৌদি থেকে দেশে আসবে বাংলাদেশ দল। সেই সময় দলের সঙ্গে অনুশীলন করে ভারত যাবেন হামজা এ রকম পরিকল্পনা চলছে। ফাহমিদুল ইতালি থেকে সৌদি আরবে ক্যাম্পে যোগদান করবে।’

 

banner close
banner close