
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ইংলিশদের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অজিদের অধিনায়ক স্টিভ স্মিথ। এরপর ব্যাট করতে নেমে বড় সংগ্রহের দেখা পেয়েছে জশ বাটলারের দল। বেন ডাকেটের ১৫৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েছে ইংলিশরা।
আগে ব্যাট করতে নেমে ইংলিশদের শুরুটা অবশ্য ভালো হয়নি। দলীয় ১৩ রানেই আউট হন ওপেনার ফিল সল্ট। এরপর তিনে ব্যাট করতে নামা জেমি স্মিথও সাজঘরে ফিরেন দলীয় ৪৩ রানে। তবে শুরুতেই দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও ইংলিশরা বড় সংগ্রহের দেখা পেয়েছে মূলত বেন ডাকেটের সঙ্গে জো রুটের ১৫৮ রানের বড় জুটির সুবাদে।
এ দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েছিলেন ১৫৮ রানের জুটি। এ জুটিতেই দলীয় ২০১ রানের সংগ্রহ পার করে ইংলিশরা। দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ৬৮ রান করে আউট হন রুট। তবে রুট ফিরলেও নিজের শতকের দেখা পেয়েছেন ডাকেট।
৯৫ বলে ১০০ রান করা ডাকেট শেষ পর্যন্ত খেলেছেন ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস। দলীয় ৩২২ রানে মার্নাস লাবুশেনের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে আউট হন ডাকেট।
এরপর জোফরা আর্চারের ১০ বলে ২১ রানের ক্যামিও ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫১ রানের বড় সংগ্রহ গড়েছে ইংল্যান্ড। অজিদের হয়ে বল হাতে ৩ উইকেটের দেখা পেয়েছেন বেন দারশুইস।
আরও পড়ুন: