
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্যে মানিকগঞ্জের হরিরামপুরে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। খেলায় ইমন-স্বচ্ছ জুটি সিয়াম-অনিক জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার ব্যবস্থাপক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপু জানান, ‘দেশে মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ অনেকটাই ধ্বংসের পথে। তাই এলাকার কিশোর ও তরুণদের খেলাধুলার মাঝে রাখতে এবং মাদক থেকে দূরে রাখতেই এ আয়োজন করা হয়।’
খেলায় পৃষ্ঠপোষকতা করেন স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী হাজী আব্দুল আলিম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল মুমিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বয়ড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরিদুর রহমান।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহিদুল ইসলাম মাহির সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি হরিরামপুর উপজেলা শাখার সভাপতি জ ই আকাশ, উপজেলা প্রেসক্লা বের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. নাসির উদ্দীন, মাসুম শিকদার, শামসুল আলম মিশুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিভিন্ন শ্রেণীর-পেশার প্রায় পাঁচ শতাধিক দর্শক খেলাটি উপভোগ করেন।
আরও পড়ুন: