রবিবার

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১১:৩২

শেয়ার

মেসিকে নতুন চুক্তির প্রস্তাব ইন্টার মায়ামির  
ফাইল ছবি

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। সেই সময় তার সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছিল মায়ামি। সেই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন তিনি।

মেসির সঙ্গে করা মায়ামির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছর। তবে তার আগেই মেসির চুক্তি নবায়ন করতে চায় মায়ামি, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। মেসির সঙ্গে আরও এক বছরের চুক্তি নবায়নের জন্য এখন দর-কষাকষি চলছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।

দুই পক্ষ রাজি থাকলে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেসিকে দেখা যাবে মায়ামিতে। এখন পর্যন্ত চুক্তি পাকা না হলেও যেকোনো মুহূর্তে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে মনে করছে এএস। শুধু এএসই নয়, আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসও জানিয়েছে, মেসিকে নতুন চুক্তির প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে মায়ামি।

মেসির সঙ্গে মায়ামির চুক্তি বাড়ানোর আরেকটি উল্লেখযোগ্য ইঙ্গিত হতে পারে হাভিয়ের মাচেরানোর ক্লাবটিতে কোচ হয়ে আসা। সম্প্রতি আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনোর বিদায়ের পর ক্লাবটির নতুন কোচ করা হয়েছে আরেক আর্জেন্টাইন ও মেসির সতীর্থ মাচেরানোকে। অনেকের ধারণা সাবেক এই আর্জেন্টাইন মিডফিল্ডারের কোচ হয়ে আসার পেছনে বিশেষ প্রভাব আছে মেসির।

banner close
banner close