শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

পাকিস্তানের বোলিং তোপে ১৪০ রানে অলআউট অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ১৩:৩৮

শেয়ার

পাকিস্তানের বোলিং তোপে ১৪০ রানে অলআউট অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তানের মধুচন্দ্রিমা চলছেই! সফরে যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন পাকিস্তানকে অজিদের মাটিতে সিরিজ জেতাতে চান। সেটার খুব কাছে চলে গেছে তার দল। ১-১ সমতায় থাকা সিরিজটা নিজেদের করে নিতে তাদের চাই ১৪১ রান। তাহলেই অস্ট্রেলিয়ায় প্রথম বারের মতো সিরিজ জিতবে পাকিস্তান, গড়ে ফেলবে ইতিহাস।

সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে চেপে ধরেও জয় বের করে নিতে পারেনি পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে তাদের ১৬৩ রানে অলআউট করে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় দলটা। আজ তৃতীয় ওয়ানডেতে শুরুতে বোলিংয়ে নেমে দলটা ১৪০ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিকদের।

‘অল আউট’ ঠিক বলা চলে না। মাঝে কুপার কনোলি বিদায় নিয়েছেন আঙুলের চোট নিয়ে। তাই ৯ উইকেট পতনের পরই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। বাকি দশ ব্যাটার মিলে লড়াকু পুঁজি দাঁড় করানোর কাজটা সারতে পারেননি।

তাদের সেটা করতে দেননি শাহিন আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও হারিস রউফরা। পাকিস্তান এই চার বোলারই ব্যবহার করেছে। শুধু পেসারদের ব্যবহার করায় ওভাররেটও ধীরগতির ছিল তাদের। তবে মোহাম্মদ রিজওয়ানের এই ঝুঁকিটা কাজে দিয়েছে পাকিস্তানের জন্য। অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ৩২ ওভারের ভেতরই। 

স্বাগতিকদের কোনো ব্যাটারকেই থিতু হওয়ার সুযোগ দেয়নি পাকিস্তান। দলের সর্বোচ্চ রানের ইনিংসটা পেসার শন অ্যাবটের, ৩০ করেছেন তিনি। তাতেই বুঝা যাচ্ছে, ব্যাটাররা কেমন হাঁসফাঁস করেছেন আজ! শীর্ষ ৬ ব্যাটারের মধ্যে দুই অঙ্কে গেছেন মোটে দুজন, ম্যাথিউ শর্ট (২২) আর অ্যারন হার্ডি (১২)। 

শাহিন আফ্রিদি আর নাসিম শাহ ৩টি, মোহাম্মদ হাসনাইন ১ আর হারিস রউফ নিয়েছেন ২টি উইকেট। তাতেই অস্ট্রেলিয়ার সর্বনাশ হয়ে গেছে পার্থে। আর পাকিস্তান এসে দাঁড়িয়েছে ইতিহাস থেকে ১৪১ রানের দূরত্বে।

banner close
banner close