শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

মেসির গোলের পরও মায়ামির বিদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪ ১২:৩৯

শেয়ার

মেসির গোলের পরও মায়ামির বিদায়
ছবি: সংগৃহীত

চেজ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-২ গোলে হেরে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে মেসির ইন্টার মায়ামি। ম্যাচে একটি গোল করেছিলেন লিওনেল মেসি।

এমএলএস প্লে-অফের প্রথম ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল মায়ামি। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় আটলান্টা ইউনাইটেড। সেই ম্যাচে ২-১ গোলে হেরেছিল মেসিরা। ফলে পরের রাউন্ডে যাওয়ার জন্য তৃতীয় ম্যাচে যে দল জয় পেত সেই দলই উঠত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। কিন্তু মায়ামির সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৯ থেকে ২১ এই ৩ মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধে তিন বদল আনেন মায়ামি কোচ। এর ফলও আসে দ্রুতই। ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। তবে সেই গোলের আনন্দও বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বাগতিকদের। ম্যাচের ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলটা মায়ামিকে একেবারেই স্তব্ধ করে দেয়।

শেষ পর্যন্ত সেই গোল আর শোধ দিতে পারেনি মেসি-সুয়ারেজরা। ফলে প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হল ইন্টার মায়ামিকে। এদিকে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে আটলান্টার প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি।
banner close
banner close