শনিবার

৩ মে, ২০২৫
২০ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়; সিরিজ ১-১ সমতায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ ২৩:৩৭

আপডেট: ৯ নভেম্বর, ২০২৪ ২৩:৪৫

শেয়ার

দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের বিপক্ষে বাংলাদেশের জয়; সিরিজ ১-১ সমতায়
ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৬৮ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচে সিরিজে  ১-১ সমতায় ফিরলো টাইগাররা। 

 শনিবার শারজাহতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৫২ রান করেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ১৭ বলে তিন চার ও এক ছক্কায় ২২ রান করে ফিরে যান। পরে সৌম্য সরকার ও নাজমুল শান্ত ৭১ রানের জুটি গড়েন। ফিরে যাওয়ার আগে সৌম্য সরকার খেলেন দুটি করে চার ও ছক্কায় ৩৫ রানের ইনিংস

অধিনায়ক শান্তর সঙ্গে মেহেদী মিরাজ কিংবা তাওহীদ হৃদয়দের জুটি জমেনি। মিরাজ ২১ ও হৃদয় ১১ রান করে ফিরে যান। পরেই শান্ত আউট হন ১১৯ বলে ৭৬ রান করে। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। 

পরে জাকের আলী ও নাসুম আহমেদ দলকে ম্যাচে ফেরান। তারা ৪৬ রানের জুটি গড়েন। ওয়ানডে বিশ্বকাপের পর দলে ফিরে নাসুম ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করেন। জাকের ২৭ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও একটি চার আসে। আফগানদের হয়ে স্পিনার নাঙ্গেয়ালিয়া করোটি সর্বোচ্চ ৩ উইকেট নেন। 

২৫৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরুটা ভালো করলেও, ২৮ ওভারের পর ম্যাচ থেকে ছিটকে যায় আাফগানরা। ৪৩ দশমিক তিন ওভারে ১৮৪ রানে অল আউট হয় আফগানিস্তান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পান নাসুম আহমেদ। 

 

banner close
banner close