শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৪ ১১:২০

শেয়ার

নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ের ধারায় চেলসি
ছবি: সংগৃহীত

নতুন কোচের অধীনে চলতি মৌসুমটা দারুণ কাটছে চেলসির। আগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে হারলেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি ব্লুজের। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে জয়ে ফিরেছে এনজো মারেসকার শিষ্যরা।

ইতালিয়ান কোচ এনজো মারেসকার অধীনে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে চেলসি। উয়েফা কনফারেন্স লিগে টানা দুই জয়ে ৩৬ দলের মধ্যে শীর্ষে অবস্থান করছে তারা। ভালো সময় কাটছে লিগেও। এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চারে অবস্থান করছে তারা।

আগের ম্যাচে লিভারপুলের বিপক্ষে ২-১ ব্যবধানে হারলেও লড়াই করেছিল মারেসকার শিষ্যরা। রবিবার নিউক্যাসলের বিপক্ষে চেলসি ছিল আরও দুর্দান্ত। ৫২ শতাংশ সময় বল দখলে রেখে ১৭টি শট নিয়ে ৭টি গোলমুখে রেখেছিল তারা।

ম্যাচ শুরুর ১৮তম মিনিটে দলকে লিড এনে দেন নিকোলাস জ্যাকসন। পাল্টা আক্রমণে উঠে বাঁ কর্নারে থাকা পেদ্রো নেতোর উদ্দেশে দারুণ এক ক্রস নেন কোল পালমার। তিনি বল বাড়িয়ে দেন জ্যাকসনকে। বাকি কাজটা সেরে নেন সেনেগালিজ ফরোয়ার্ড। লিগে এটি তার ষষ্ঠ গোল। 

দাপট দেখানো চেলসিকে অবশ্য ৩২তম মিনিটে অস্বস্তিতে ফেলে অ্যালেক্সান্ডার ইসাক। লিভরামেন্তো, গিমারেস ও জোয়েলিনটন হয়ে বল পান ইসাক। চেলসি গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। সমতায় নিয়ে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ঝলক দেখান দারুণ ফর্মে থাকা পালমার। লাভিয়ার থেকে বল পেয়ে লিগে নিজের সপ্তম গোলটি আদায় করে নেন ইংলিশ মিডফিল্ডার। আর এই গোলটিই শেষ পর্যন্ত জয়ের ভিত গড়ে দেয়। ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

লিগে ৯ ম্যাচের মধ্যে ৪টিতেই হারের তিক্ত স্বাদ পেয়েছে রেড ডেভিলরা। ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ১৩ নম্বরে উঠেছে ওয়েস্ট হ্যাম।

banner close
banner close