শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৫ জিলক্বদ, ১৪৪৬

শান্তকেই অধিনায়ক রাখতে চায় বিসিবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪ ১০:১৭

শেয়ার

শান্তকেই অধিনায়ক রাখতে চায় বিসিবি
ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিন ফরম্যাটেই জাতীয় দলের অধিনায়কত্ব থেকে নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়াতে চাইছেন বলে ক্রিকেট বিষয়ক কয়েকটি ওয়েবসাইটে বলা হয়েছে। তবে অধিনায়ক হিসেবে বাঁহাতি এই ব্যাটারের ওপরেই বিসিবি আস্থা রাখতে চায় বলে জানিয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

শনিবার এক প্রতিবেদনে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানায়, গত জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন শান্ত। তবে এবার তিন ফরম্যাটের দায়িত্বই ছাড়তে চান তিনি। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, হ্যাঁ, দক্ষিণ আফ্রিকা সিরিজের পর তিনি (শান্ত) আর দলকে নেতৃত্ব দিতে চান না বলে জানিয়েছেন। অলআউট স্পোর্টস

আরেক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, দক্ষিণ আফ্রিকার কাছে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পরই বিসিবির শীর্ষ কর্মকর্তাদের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি জানান শান্ত।

তবে বোর্ড পরিচালক ফাহিমের দাবি, বিসিবিকে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। অবশ্য শান্ত যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করে তাকেই অধিনায়ক হিসেবে রেখে দিতে চায় বোর্ড।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফাহিম বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো ডকুমেন্ট আমার কাছে এখনও আসেনি। আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি এটার সত্যতা কতটুকু। যদি হয়ে থাকে এটা আমাদের জন্য একটা বড় খবর। নতুন ক্যাপ্টেন যদি তৈরি করতে হয় ক্রিকেট বোর্ডকে বড় বড় স্টেপ নিতে হবে। কিংবা তাকেই আবার অনুরোধ করে রাখা হয় কি না, বসে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের বিচার-বিবেচনা করতে হবে কী অবস্থা, কী সিদ্ধান্ত নিব। একটু অপেক্ষা করতে হবে আমরা আসলে কী সিদ্ধান্ত নিই।

অবশ্যই বিসিবি আলোচনা করতে চাইবে। শান্ত এতদিন ধরে ক্যাপ্টেন্সি করছে। এটা তো সময়ের ইনভেস্টমেন্ট। আমরা একজনকে তৈরি করার চেষ্টা করছি। সে যদি হঠাৎ করে সরে যায়, নতুন একজন কিছুটা অপ্রস্তুত। সেটাতে যেতে না চাওয়াই স্বাভাবিক হবে। 

banner close
banner close