তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেছে ভারত। ফলে নিজেদের টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জায় পড়লো রোহিত শর্মার দল।
বৃহস্পতিবার, বেঙ্গালুরুতে টেস্টের দ্বিতীয় দিনে টস জিতে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে ভারত। ৩১ ওভার তিন বলে অলআউট হয়ে যায় তারা। নিউজিল্যান্ডের তিন পেসার মিলেই শিকার করেন ভারতের ১০ উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন ম্যাট হেনরি। এ ছাড়া, চার উইকেট শিকার করেন উইলিয়াম ও’রোর্ক। বাকী উইকেটটি শিকার করেন টিম সাউদি।
ভারতের পক্ষে সর্বোচ্চ ২০ রানের ইনিংস খেলেন রিশাব পান্ত। এ ছাড়া কোহলি, কেএল রাহুলসহ শূন্য রানে আউট হন তাদের পাঁচ ব্যাটার।
এর আগে, বৃষ্টির কারণে টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়।
আরও পড়ুন:








