মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ০ পৌষ, ১৪৩২

দুইদিন বন্ধ থাকার পর শুরু হলো কানপুর টেস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৩০

শেয়ার

দুইদিন বন্ধ থাকার পর শুরু হলো কানপুর টেস্ট
মুমিনুল হক ও মুশফিকুর রহিম ক্রিজে ব্যাট শুরু করেছেন। ছবি: সংগৃহীত

বৃষ্টি ও অনুপযুক্ত আউটফিল্ডের কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর কানপুর টেস্টের চতুর্থ দিনের খেলা যথাসময়ে শুরু হয়েছে। ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাট শুরু করেছে বাংলাদেশ দল। ৪০ রান নিয়ে মুমিনুল হক ও ৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম।

বৃষ্টি বাগড়ার কারণে প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয়। ওই দিন ৩ উইকেটে ১০৭ রান করে বাংলাদেশ। জাকির হাসান আউট হন শূন্য রানে। সাদমান ইসলাম ২৪ ও নাজমুল হোসেন শান্ত করেন ৩১।
প্রথম দিনের পর টানা দুই দিন একটি বলও মাঠে না গড়িয়ে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। চতুর্থ দিনের খেলা শুরু হলেও ম্যাচটি ড্র হবার পথেই হাঁটছে বলে মনে করা হচ্ছে।



banner close
banner close