রবিবার

১৪ ডিসেম্বর, ২০২৫ ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২৫ ১২:১০

শেয়ার

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ অনিশ্চিত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আবারও ঘনীভূত হয়েছে। চীনা মালিকানাধীন এই অ্যাপটির মার্কিন কার্যক্রম বিক্রির সময়সীমা আরও এক দফা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। ফলে সম্ভাব্য বিনিয়োগকারীরা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

টিকটক কেনার আগ্রহী মার্কিন ধনকুবের ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট জানিয়েছেন, তারা বর্তমানে পরিস্থিতির দিকে নজর রাখছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ সম্পন্ন হয়েছে, এখন সবকিছু নির্ভর করছে সরকারের পরবর্তী সিদ্ধান্তের ওপর।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে বলা হয়, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে টিকটকের মার্কিন অংশ বিক্রি করতে হবে, নতুবা যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে। আইনপ্রণেতারা আশঙ্কা প্রকাশ করেন, বাইটড্যান্সের সঙ্গে চীনা সরকারের সম্পর্ক থাকায় মার্কিন ব্যবহারকারীদের তথ্য জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে পড়তে পারে। যদিও টিকটক ও বাইটড্যান্স এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে আইনটি কার্যকর হয় এবং ২০২৫ সালের শুরুতে সুপ্রিম কোর্টও এটি বহাল রাখে। তবে বাস্তবে টিকটক বিক্রির সময়সীমা ইতোমধ্যে একাধিকবার পেছানো হয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, আগামী মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পঞ্চমবারের মতো সময় বাড়াতে পারেন।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, টিকটক বিক্রির বিষয়ে একটি সমঝোতা হয়েছে এবং এতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মতিও রয়েছে। তবে চীন বা বাইটড্যান্স কেউই আনুষ্ঠানিকভাবে এমন কোনো চুক্তির কথা নিশ্চিত করেনি।

বিশ্লেষকদের মতে, দৃশ্যমান অগ্রগতি না থাকায় বিক্রির সময়সীমা আবারও বাড়ার সম্ভাবনাই বেশি।

সব মিলিয়ে, যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। সেই অনিশ্চয়তার মধ্যেই অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট পক্ষগুলো।



banner close
banner close