ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ১৬ ডিসেম্বরের আগে সচল হওয়া মোবাইল ফোন কোনোভাবেই বন্ধ হবে না, তাই এ সংক্রান্ত গুজব থেকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় বুধবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এর আগে গত ১ ডিসেম্বর বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোর বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১৬ ডিসেম্বরের আগে বাজারে অবৈধভাবে আমদানি করা স্টক ফোনগুলোর মধ্যে যেগুলোর বৈধ IMEI নম্বর আছে, সেই IMEI লিস্ট বিটিআরসিতে জমা দিয়ে হ্রাসকৃত শুল্কে সেগুলোকে বৈধ করার ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে এনবিআর-এর সাথে আলোচনা চলছে। তবে ক্লোন ফোন এবং রিফারবিশড ফোনের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হবে না।
বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে NEIR (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার), সুতরাং বৈধ IMEI নম্বরহীন হ্যান্ডসেট ক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অবৈধ আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন ফোন বাংলাদেশে বন্ধ করা হবে এবং দেশে বিদেশের পুরোনো ফোনের ডাম্পিং বন্ধ করে কেসিং পরিবর্তন করে এসব ইলেকট্রনিক বর্জ্য ঢুকিয়ে যে চোরাকারবারি ব্যবসা শুরু করা হয়েছে, সেটাও বন্ধ করা হবে।
বর্তমানে ব্যবহৃত মুঠোফোনটি বৈধ কি না, তা যাচাই করার জন্য এসএমএসের মাধ্যমে যাচাই পদ্ধতি নিম্নরূপ: প্রথমে মোবাইলের কিপ্যাডে #06# ডায়াল করে ফোনের আইএমইআই (IMEI) নম্বর জানতে হবে। এরপর মোবাইল ফোন থেকে ১৬১৬১# নম্বরে ডায়াল করে অটোমেটিক বক্সে হ্যান্ডসেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে প্রেরণ করতে হবে। ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের হালনাগাদ অবস্থা জানানো হবে।
অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই করার জন্য বিটিআরসির ওয়েবসাইটে Verify IMEI অপশনে গিয়ে আইএমইআই নম্বরটি লিখলে সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে—আপনার ফোনটি Valid, Invalid নাকি Clone।
আরও পড়ুন:








