সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন অসংখ্য ছবি, ভিডিও ও অডিও ছড়িয়ে পড়ে, যার অনেকই এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্ট। প্রথম দেখায় বাস্তব মনে হলেও এ ধরনের কনটেন্টে থাকে নানা ত্রুটি। হাতের আঙুল ও মুখের বিকৃতি, চোখ–ঠোঁটের অমিল, শব্দ ও ঠোঁটের নড়াচড়ার অসংগতি, কিংবা ব্যাকগ্রাউন্ডের অস্বাভাবিকতা।
বিশেষজ্ঞদের পরামর্শ, সন্দেহজনক ছবি বা ভিডিওর সত্যতা যাচাইয়ে গুগল লেন্সের মতো রিভার্স সার্চ টুল ব্যবহার করা উচিত। সাম্প্রতিক সময়ে নকল কণ্ঠস্বর ব্যবহার করে পরিচিত ব্যক্তিদের নামে ভুয়া বক্তব্য ছড়ানোর ঘটনাও বাড়ছে।
অচেনা পেজ বা যাচাইহীন সূত্র থেকে পাওয়া তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়। ব্যক্তিগত সচেতনতা ও যাচাই–বাছাইয়ের অভ্যাসই ভুয়া কনটেন্ট প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:








