শনিবার

১৫ নভেম্বর, ২০২৫ ১ অগ্রাহায়ণ, ১৪৩২

হোয়াটসঅ্যাপে আসছে থার্ড–পার্টি চ্যাট সুবিধা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫ ১১:২৭

শেয়ার

হোয়াটসঅ্যাপে আসছে থার্ড–পার্টি চ্যাট সুবিধা
ছবি: সংগৃহীত

মেটা ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব শিগগিরই অ্যাপে যুক্ত হবে থার্ডপার্টি চ্যাট ইন্টিগ্রেশন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে অন্য মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারবেন।

ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)–এর বাধ্যবাধকতা মেনেই এই পদক্ষেপ। ডিএমএএর নিয়ম অনুযায়ী, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্ল্যাটফর্ম অন্যান্য সেবার সাথে ইন্টারঅপারেবল করে তুলতে হবে। যাতে ব্যবহারকারীরা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে নির্বিঘ্নে বার্তা পাঠাতে পারেন।

মেটা জানিয়েছে, কয়েক মাস ধরে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে যে ফিচার চালানো হচ্ছিল। এখন তা বৃহত্তর পরিসরে উন্মুক্ত করার প্রস্তুতি চলছে।

এখন টেক্সট, ছবি, ভিডিও, ভয়েস মেসেজ ও ফাইল শেয়ার করা যাবে। তবে থার্ডপার্টি ব্যবহারকারীদের নিয়ে গ্রুপ চ্যাট তৈরির সুবিধা কিছুটা পরে চালু হবে। যখন অংশীদার অ্যাপগুলো প্রযুক্তিগতভাবে প্রস্তুত হবে।

মেটা জানিয়েছে, আগামী কয়েক মাসে ইউরোপ অঞ্চলের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংসএ একটি নোটিফিকেশন পাবেন। সেখানে থার্ডপার্টি চ্যাট চালু করার প্রক্রিয়া ব্যাখ্যা করা থাকবে। চাইলে ব্যবহারকারীরা পরে এই ফিচার বন্ধও করতে পারবেন।

তবে একটি সীমাবদ্ধতা আছে। থার্ডপার্টি ইন্টিগ্রেশন শুধু অ্যান্ড্রয়েড ও আইওএসএ কাজ করবে। ডেস্কটপ, ওয়েব বা ট্যাবলেট সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে না।

নিরাপত্তার বিষয়টি নিয়েও মেটা সচেতন।

প্রতিষ্ঠানটি বলছে, যে কোনো থার্ডপার্টি অ্যাপকে হোয়াটসঅ্যাপের সমতুল্য এন্ডটুএন্ড এনক্রিপশন মানতে হবে। পাশাপাশি যাতে ব্যবহারকারীরা স্পষ্টভাবে বুঝতে পারেন কোন বার্তা হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ চ্যাট এবং কোনটি থার্ডপার্টি থেকে এসেছে। সে ব্যবস্থাও রাখা হয়েছে।



banner close
banner close