গুগল তাদের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি লাইভ-এ যুক্ত করেছে একগুচ্ছ নতুন স্মার্ট ফিচার, যা ফোনের গুরুত্বপূর্ণ অ্যাপগুলোর সঙ্গে সরাসরি কাজ করতে পারবে। এর ফলে ব্যবহারকারীদের নেভিগেশন, মেসেজিং ও যোগাযোগ আগের চেয়ে আরও সহজ ও স্বয়ংক্রিয় হবে।
যেমন, আপনি রাস্তায় থাকাকালীন বলতে পারবেন- ‘এই রুট ভালো। এখন অ্যালেক্সকে মেসেজ পাঠাও যে আমি ১০ মিনিট দেরি করবো।’
জেমিনি নিজেই মেসেজটি লিখে পাঠাবে, এমনকি ফোন কলও করে দিতে পারবে।
নতুন আপডেটে স্ক্রিনে বক্স এঁকে কোনো বস্তু বা তথ্যের দিকে নজর দিতে হবে তা দেখিয়ে দেবে জেমিনি।
ফোনের ক্যামেরায় টুল দেখালে, সেটির মধ্য থেকে প্রাসঙ্গিক জিনিস হাইলাইট করেও দেখাতে পারবে।
জেমিনির কণ্ঠস্বর হবে আরও প্রাকৃতিক, শান্ত বা নাটকীয় টোনে কথা বলবে প্রয়োজন অনুযায়ী। ব্যবহারকারী চাইলে কথার গতি বাড়াতে বা কমাতেও পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গুগল জেমিনি লাইভের এই পরিবর্তনগুলো এটিকে শুধু তথ্য দেয়ার এআই নয়, বরং একজন ভার্চুয়াল সহকারী হিসেবে আরও কার্যকর ও ইন্টারঅ্যাকটিভ করে তুলছে।
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের তরুণ প্রজন্ম, যারা প্রতিদিন স্মার্টফোনে কাজ, যোগাযোগ ও সিদ্ধান্তে এআই ব্যবহার করছে, তাদের জন্য এটি হবে একটি বাস্তবিক ও কার্যকর সমাধান।
আরও পড়ুন:








