রবিবার

২৮ ডিসেম্বর, ২০২৫ ১২ পৌষ, ১৪৩২

সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে: মার্ক জাকারবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৫ ১২:৪৬

শেয়ার

সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে: মার্ক জাকারবার্গ
ছবি: সংগৃহীত

সব এআই মডেল উন্মুক্ত নাও থাকতে পারে বলে ইঙ্গিত দিলেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। ‘সুপারইন্টেলিজেন্স’ নিয়ে কাজের অগ্রগতি জানাতে বুধবার এক চিঠি প্রকাশ করেন তিনি। সেখানেই উঠে আসে এই বার্তা।

চিঠিতে জাকারবার্গ বলেন, ‘সুপারইন্টেলিজেন্স সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। তবে এর সঙ্গে জড়িত রয়েছে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি। তাই কোন মডেল উন্মুক্ত থাকবে আর কোনটা থাকবে না, সেটা ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নিতে হবে।’

জাকারবার্গের এই বক্তব্য মেটার পূর্ববর্তী অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগে তিনি বারবার বলে এসেছেন, এলএএমএ সিরিজের এআই মডেলগুলো ওপেন সোর্স রাখাই তাদের মূলনীতি। কিন্তু এবারের বার্তায় স্পষ্ট হয়ে উঠছে, ভবিষ্যতে মেটা হয়তো সব মডেল উন্মুক্ত রাখবে না।

২০২৫ সালের জুনে মেটা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা নিয়ে বড় ঘোষণা দেয়।

চিঠিতে জাকারবার্গ আরও জানান, ভবিষ্যতের এআই থাকবে ব্যক্তিগত ডিভাইসেই। স্মার্ট গ্লাস, ভিআর হেডসেট, এইসব ডিভাইসই মানুষের সঙ্গে সারাক্ষণ থাকবে এবং বুঝবে সে কী চায়, কী করছে।



banner close
banner close