স্পেসএক্সের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সার্ভিস ‘স্টারলিংক’ বিশ্বব্যাপী বড় ধরনের বিভ্রাটের মুখে পড়েছে। এতে বিশ্বের লাখো ব্যবহারকারী একসঙ্গে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে যান।
প্রায় আড়াই ঘণ্টা তারা ইন্টারনেটবিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। নজিরবিহীন এই ঘটনায় প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীদের পাশাপাশি স্টারলিংক প্রতিষ্ঠাতা ইলন মাস্ক নিজেও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
স্টারলিংকের ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলস জানান, এই বিভ্রাট প্রায় দুই ঘণ্টা ৩০ মিনিট স্থায়ী হয়। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে ৬০ লাখেরও বেশি ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হন।
আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে বিভ্রাট শুরু হয় বলে জানায় আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর। মূলত এই সাইটটি ইন্টারনেট বিভ্রাট ট্র্যাক করে। বৃহস্পতিবার সাইটটিতে ৬১ হাজারের বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে।
আরও পড়ুন:








