ছবি বাংলা এডিশন
সম্প্রতি Architectural Error এর কারণে একটি স্কুল ভেঙে পড়বে বলে তারা একটি পোস্ট করে। পরবর্তীতে বিমান ক্র্যাশ এর সাথে মিলিয়ে তারা মানুষকে সহজে বোকা বানায়। তাদের মূল এজেন্ডা হচ্ছে গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করা এর বাহিরে কিছু না সাথে তাদের পেজ গুলোতে কিছু ফলোয়ার বাড়িয়ে নেওয়া। আমরা তাদের IP গুলো সনাক্ত করতে সক্ষম হয়েছি। এদের পুরো চক্র আফ্রিকা থেকে এইসব ভুয়া পেজ গুলো অপারেট করে। সবাই এই ভুয়া পেজ গুলো এড়িয়ে চলবেন।
'সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ'
আরও পড়ুন:








