শুক্রবার

১৬ মে, ২০২৫
২ জ্যৈষ্ঠ, ১৪৩২
১৯ জিলক্বদ, ১৪৪৬

যে কৌশলে ইউরোপে জরিমানা এড়াতে চাইছে মাইক্রোসফট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৫ ১৫:০৯

শেয়ার


যে কৌশলে ইউরোপে জরিমানা এড়াতে চাইছে মাইক্রোসফট
ইউরোপে শাস্তি এড়াতে নতুন মাইক্রোসফটের নতুন প্রস্তাব। ছবি: রয়টার্স

ইউরোপে অ্যান্টিট্রাস্ট মামলায় জরিমানা এড়াতে নতুন কৌশলে এগোচ্ছে উইন্ডোজ নির্মাতা মাইক্রোসফট। তাঁদের অফিস ও টিম প্রোডাক্ট সম্পর্কিত নতুন একটি অফার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রক সংস্থার বিবেচনাধীন আছে। ইইউ-কে দেওয়া মাইক্রোসফটের এই অফার সম্পর্কে অবগত এমন তিন ব্যক্তির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপে আমেরিকার ‘বিগ টেক’ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইন ভঙ্গের একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি গুগলের বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট আইন ভঙ্গের অভিযোগ আদালতে প্রমাণিতও হয়েছে এবং তাঁরা এখন বড় ধরণের শাস্তির সম্মুখীন।

আমেরিকার শীর্ষ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইউরোপের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রক সংস্থার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে নেয়নি। শুধু তাই নয়, যেসব দেশ আমেরিকান প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে তাঁদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে বলে হুমকিও দিয়ে রেখেছেন তিনি।

২০২০ সালে সেলসফোর্সের মালিকানাধীন প্রতিষ্ঠান স্ল্যাক ইউরোপিয়ান কমিশনের কাছে মাইক্রোসফটের বিরুদ্ধে অভিযোগ করে। সেখানে দাবি করা হয় যে, মাইক্রোসফট তাঁদের চ্যাট ও ভিডিও অ্যাপ ‘টিমস’-কে মাইক্রোসফট অফিসের সাথে সমন্বয় করার মাধ্যমে অন্যায্য সুবিধা আদায় করছে।

পরবর্তীতে ২০২৩ সালে জার্মানি’র প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ‘আলফাভিউ’ একই ধরণের অভিযোগ নিয়ে আসে ইইউ’র পর্যবেক্ষক সংস্থার কাছে। বাধ্য হয়ে সে বছরই মাইক্রোসফট তাঁদের ‘টিমস’ প্রোডাক্টকে ‘অফিস’ থেকে আলাদা করে অফার করতে শুরু করে। 

এক্ষেত্রে ‘টিমস’ ব্যতীত ‘অফিস’ প্রোডাক্টের দাম টিমসসহ অফিস প্রোডাক্টের তুলনায় ২ ইউরো কম ধার্য করা হয়, যেখানে টিমসের দাম প্রতি মাসে ৫ ইউরো নির্ধারণ করা হয়। টিমস ও অফিস প্রোডাক্ট দুটির মাঝে দামের পার্থক্য আরও বৃদ্ধি করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। মূলত প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর দাবি’র মুখেই এমনটা করতে বাধ্য হয়েছে মাইক্রোসফট।

টিমস ও অফিস প্রোডাক্ট সম্পর্কিত নতুন অফারটি যাচাই-বাছাই করবে ইউরোপিয়ান কমিশন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্য তাঁরা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ও গ্রাহকদের কাছে মাইক্রোসফটের নতুন অফার সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইবে। বাজার থেকে প্রাপ্ত ফিডব্যাক ও অন্যান্য কিছু বিষয় বিবেচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউরোপিয়ান কমিশন। এমনটাই জানিয়েছে বিষয় সম্পর্কে জানেন এমন তিন ব্যক্তি।

মাইক্রোসফটের নতুন প্রস্তাবে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেগুলো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জন্য দারুনভাবে সহায়ক হবে বলে সূত্র জানিয়েছে।

ইউরোপের বাজারে ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ অবশ্য মাইক্রোসফটের নতুন প্রস্তাব সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। উল্লেখ্য, এখন পর্যন্ত মাইক্রোসফটকে আড়াই বিলিয়ন ডলার জরিমানা গুণতে হয়েছে ‘টিমস’ ও ‘অফিস’ প্রোডাক্ট দুটিকে একসাথে করে বিক্রি করাসহ আরও বেশ কিছু অভিযোগ প্রমাণিত হওয়ায়।

banner close
banner close