বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

ওয়ালটনের ফোরকে বড় ডিসপ্লে: দেশের বাজারে নতুন সংযোজন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫ ১৭:২৪

শেয়ার

ওয়ালটনের ফোরকে বড় ডিসপ্লে: দেশের বাজারে নতুন সংযোজন
ছবি: সংগৃহীত

অফিসিয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং বা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য নতুন মডেলের ফোরকে ইন্টারেক্টিভ ডিসপ্লে নিয়ে এসেছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি সিনেক্সা ব্র্যান্ডে মোট ১২টি মডেল উন্মোচন করেছে, যেখানে থাকবে ৬৫ ইঞ্চি থেকে ৯৮ ইঞ্চি পর্যন্ত ফোরকে আইপিএস আলট্রা ইউএইচডি ডিসপ্লে। তাছাড়া, ডিসপ্লেগুলোর মধ্যে রয়েছে টাচস্ক্রিনযুক্ত ইন্টারেক্টিভ সুবিধা।

প্রতিষ্ঠানটির দাবি, সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। উন্নত ফিচার এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য এই ডিসপ্লে প্রতিষ্ঠানগুলোকে মাল্টিমিডিয়া ব্যবহারে দেবে অনন্য অভিজ্ঞতা। সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে রয়েছে অ্যামোলজিক এ৩১১ডি২ অক্টাকোর এআরএম প্রসেসর। উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৮ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩। যা ওপিএস মডিউলের মাধ্যমে উইন্ডোজে ব্যবহারেরও সুযোগ করে দিয়েছে। 

স্মার্ট এই ডিভাইজটিতে আরও রয়েছে ২০ পয়েন্ট মাল্টি-টাচ, স্ক্রিন মিররিং, রাইটিং, ইউএসবি ২.০. ও ৩.০, টাইপ এ ও সি, এইচডিএমআই, ল্যান, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ভিজিএ, অডিও ইন, অডিও আউটসহ অনেক সুবিধা। অনলাইন মিটিংয়ের জন্য এতে দেওয়া হয়েছে ৪৮ মেগাপিক্সেলের হাই কোয়ালিটি এআই ক্যামেরা। সাউন্ড এক্সপেরিয়েন্স করার জন্য রয়েছে ৩৫ ওয়াট (আরএমএস) পর্যন্ত স্পিকার এবং বিল্টইন মাইক্রোফোন। ফলে অফিস প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং বা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়ে উঠবে আরও প্রাণবন্তর। ডিসপ্লের হাউজিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বা মেটাল প্লেট।

ওয়ালটনের সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লের অ্যান্ড্রয়েড ভার্সনের দাম ২ লাখ ৪৫ হাজার টাকা থেকে শুরু হয়েছে। আর ওপিএস মডিউলসহ নিলে, সেটি পাবেন ২ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা থেকে। এছাড়াও রয়েছে মেটাল স্ট্যান্ডসহ প্যাকেজ নেয়ার সুবিধা। তাদের এই ডিসপ্লেতে রয়েছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা। ওয়ালটন প্লাজার পাশাপাশি অনলাইন স্টোর waltondigitech.com থেকে কিনতে পারেন তাদের এসব পণ্য।

banner close
banner close