রবিবার

১৮ জানুয়ারি, ২০২৬ ৫ মাঘ, ১৪৩২

শাবান মাসের নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখতে হবে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৬:৫২

শেয়ার

শাবান মাসের নির্দিষ্ট কোনো দিনে রোজা রাখতে হবে?
ছবি: সংগৃহীত

শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা ফজিলতপূর্ণ। এই মাসে প্রতি সপ্তাহের সোম ও বৃহস্পতিবার, আইয়ামে বীজের রোজা সুন্নত। এছাড়াও আরও বেশি বেশি নফল রোজা রাখা উচিত একজন মুসলিমের জন্য। হাদিসে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে উৎসাহিত করা হয়েছে।

তবে শাবান মাসে বেশি বেশি রোজার ফজিলতের আলোচনার কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, শাবান মাসে কি এমন কোনো নির্দিষ্ট দিন আছে, যেদিন রোজা রাখলে বিশেষ সওয়াব পাওয়া যায়?

আলেমদের মতে, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অবশ্যই প্রশংসনীয় ও সুন্নাহসম্মত। তবে এ মাসে রোজার জন্য আলাদা করে নির্দিষ্ট কোনো দিনকে বিশেষ মর্যাদাসম্পন্ন বলে ঘোষণা করার পক্ষে কোরআন ও সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই।

রাসুলুল্লাহ (সা.) শাবান মাসে অন্য মাসের তুলনায় বেশি রোজা রাখতেন, তবে তিনি কখনো নির্দিষ্ট কোনো দিনকে আলাদা করে চিহ্নিত করেননি। তার উদ্দেশ্য ছিল মূলত রমজানের আগে আত্মিক ও শারীরিক প্রস্তুতি নেওয়া।

ইসলামে ইবাদত ব্যক্তিগত পছন্দ বা আবেগের ওপর নির্ভরশীল নয়; বরং তা কোরআন ও সুন্নাহভিত্তিক হতে হয়। তাই কোনো সহিহ দলিল ছাড়া শাবানের নির্দিষ্ট দিনকে বিশেষ ইবাদতের জন্য নির্ধারণ করা ঠিক নয়।



banner close
banner close