কেন রজব মাসকে পবিত্র বলা হয়
হিজরি ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ মাসগুলোর মধ্যে রজব একটি বিশেষ মর্যাদাসম্পন্ন মাস। এটি ইসলামের চারটি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, যেসব মাসে যুদ্ধ-বিগ্রহ নিষিদ্ধ এবং আত্মসংযম, তাকওয়া ও ইবাদতে বেশি মনোযোগ দেওয়ার নির্দেশ রয়েছে। ‘রজব’ শব্দটির উৎস আরবি ‘তারজিব’, যার অর্থ সম্মান জানানো বা মর্যাদা প্রদান…