সোমবার

২২ ডিসেম্বর, ২০২৫ ৭ পৌষ, ১৪৩২

যে শিশু সত্য কথা বলে, সে ভালো মানুষ হয়ে ওঠে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ডিসেম্বর, ২০২৫ ২০:১৯

আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫ ২০:২৫

শেয়ার

যে শিশু সত্য কথা বলে, সে ভালো মানুষ হয়ে ওঠে
সংগৃহীত ছবি

যে শিশু সত্য কথা বলে, আল্লাহ তাআলার নিকট সে প্রিয় হয়ে ওঠে। সত্য মানুষকে শান্তি ও নিরাপত্তার দিকে নিয়ে যায়। একদিন ছোট্ট ইউসুফ খেলতে গিয়ে ভুল করে একটি গ্লাস ভেঙে ফেলল। মা জিজ্ঞেস করতেই তার মনে ভয় জাগল— মিথ্যা বললে হয়তো বকা খাবে না, কিন্তু মন অশান্ত থাকবে। সে আল্লাহকে ভয় করল এবং উস্তাদের শেখানো কথা মনে করল— সত্য আল্লাহর সন্তুষ্টির পথ। তাই সে বলল, গ্লাসটি সে-ই ভেঙেছে। মা তাকে বকা না দিয়ে স্নেহ করে বললেন— সত্য বলা বড় সাহসের কাজ। এতে ইউসুফের মন আরও দৃঢ় হলো যে সত্যই মানুষের প্রকৃত পথ।

ইসলামে সত্যবাদিতা একটি গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন— সত্যবাদীদের সঙ্গে থাকতে। ছোটবেলা থেকেই সত্যের ওপর স্থির থাকা শিশুকে সৎ, ন্যায়পরায়ণ ও সুন্দর চরিত্রের মানুষ হতে সাহায্য করে। প্রিয় নবীজি (সা.) বলেছেন, সত্য মানুষকে সৎ কাজে নিয়ে যায় এবং সৎ কাজ মানুষকে জান্নাতে পৌঁছে দেয়। এ কারণে সত্যবাদী শিশু ধীরে ধীরে নেক আমলের পথে হাঁটে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করে।

সত্য বললে মন পরিষ্কার থাকে, বাবা–মা খুশি হন এবং মানুষের বিশ্বাস অর্জন করা যায়। আর মিথ্যা দিলে ভয় সৃষ্টি হয়, আরও মিথ্যা বলতে হয় এবং মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। তাই একজন মুসলিম শিশুর উচিত— ভুল হলে লুকিয়ে না রেখে সত্য বলা, সত্যবাদী মানুষের সঙ্গ বেছে নেওয়া এবং সবসময় আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা। সত্যের পথই আলোকিত ও সফল জীবনের পথ।



banner close
banner close