সৌদি আরবের ভেতর ও বাইরে থেকে আগত ওমরাহ পালনকারীরা ৩০ দিনে মোট এক কোটি ৩৯ লাখের বেশিবার ওমরাহ আদায় করেছেন। ১৪৪৭ হিজরি বর্ষের জমাদিউল আউয়াল মাসে এই ওমরাহ পালন করেন সৌদি আরব ও বিশ্বের বিভিন্ন দেশ আগমন করা মুসলিমরা। এর আগে গত রবিউস সানি মাসে ওমরাহ পালন করেছেন এক কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম।
হারামাইন বিষয়ক জেনারেল অথরিটির সহযোগিতায় এ তথ্য জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, এ সময়ে ১৭ লাখের বেশি বিদেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ডিজিটাল সেবা, সমন্বিত লজিস্টিক সহায়তা ও উন্নত ব্যবস্থাপনা তাদের আগমন ও ওমরাহ পালনের আনুষ্ঠানিকতাকে আরও সহজ করেছে।
ওমরাহ যাত্রীদের এই ক্রম বর্ধমান সংখ্যা সৌদি আরবের হজ, ওমরাহ ও জিয়ারত ব্যবস্থার উন্নয়নে অব্যাহত প্রচেষ্টারই প্রতিফলন। মুসলিম বিশ্বের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানোর পথ আরও সহজ করতে দেশটি পদক্ষেপগুলো ফলপ্রসূ হচ্ছে পরিসংখ্যান তারই প্রমাণ বহন করে।
আরও পড়ুন:








