পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতি বছরের মতো এবারো আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার উদ্যোগে রাজধানীতে পালিত হয়েছে জশনে জুলুছ।
শনিবার সকালে জশনে জুলুছে যোগ দিতে সারাদেশ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর জশনে জুলুসের সমাবেশে যোগ দেন আনজুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের হযরত শাহসুফী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ অল-হাসানী। পরে জশনে জুলুছ তথা আনন্দ মিছিল দোয়েল চত্ত্বর, শিক্ষা ভবন হয়ে আবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকে শান্তি সমাবেশে মিলিত হয়।
পরে মহাসমাবেশে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভাণ্ডারিয়ার চেয়ারম্যান, মাইজভাণ্ডার দরবার শরীফের হযরত শাহসুফী শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ অল-হাসানী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:




.jpg)



