মঙ্গলবার

১৬ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে; মধুপুরের পীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫ ২১:৫২

শেয়ার

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে; মধুপুরের পীর
ছবি: সংগৃহীত

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সভাপতি ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেছেন, কাদিয়ানিরা ইসলামের মৌলিক বিশ্বাস, খতমে নবুওয়াত অস্বীকার করার কারণে মুসলমান নয় বরং তারা অমুসলিম। হযরত মুহাম্মদ (সা.) কে শেষ নবী হিসেবে স্বীকার না করার কারণে ইসলামের বাইরে চলে গেছে।

তিনি আরো বলেন, কাদিয়ানিদের ধর্মীয় বিশ্বাস কেবল বিভ্রান্তিকর নয়, বরং মুসলমানদের ঈমানি পরিচয়ে চরম হস্তক্ষেপ। পাকিস্তান, ইন্দোনেশিয়া ও বিভিন্ন মুসলিম দেশে তাদেরকে আইনগতভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

তিনি সোমবার রাজধানীর মেরাজনগর মাদরাসা মিলনায়তনে খতমে নবুওয়াতের এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে। আয়োজিত ‘আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসমাবেশ’ সফল বাস্তবায়নের লক্ষ্যে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন, মুফতি মোহাম্মদ আলী আফতাব নগর, মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ, মাওলানা আব্দুল কাদের আমলাপাড়া, মুফতি ইমাদ উদ্দিন ফরিদাবাদ, মুফতি সালাউদ্দিন দিলু রোড, মাওলানা সাঈদ নূর, মাওলানা দ্বীন মোহাম্মদ পীর সাহেব জায়গীর, মাওলানা শামসুল আরিফিন খান সাদী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মুফতি শফিক সাদী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাসুদুর রহমান আইয়ুবী, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মাওলানা খালেদ সাইফুল্লা নোমানী, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আব্দুল্লাহ মাস‌উদ খান, মাওলানা এহতেশামুল হক সাখী প্রমুখ



banner close
banner close