সোমবার

১৫ ডিসেম্বর, ২০২৫ ১ পৌষ, ১৪৩২

জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের মেয়ে বুশরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ১০:২৪

শেয়ার

জাতীয় পর্যায়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের মেয়ে বুশরা
ছবি: সংগৃহীত

বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বুশরা ইসলাম নাজিফা আল খায়ের ফাউন্ডেশন আয়োজিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম হয়েছেন।

বুশরা মো. বেল্লাল হোসনের মেয়ে। বাউফল পৌর শহরের ৮নং ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ রোড এলাকায় তার বাসা। তিনি পরবর্তীতে কাতারে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেবেন।

তার এই সফলতায় অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর জামায়েতের সেক্রেটারি বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ এবং বুশরা কাতারে কোরআন প্রতিযোগিতায়ও যেনো প্রথম হতে পারেন এজন্য মহান রাব্বুল আলআমিনের কাছে দোয়া করেছেন।

বুশরার এ কৃতিত্বের জন্য ড. শফিকুল উসলাম মাসুদের পক্ষ থেকে বুধবার বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলার নেতারা বুশরার বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।



banner close
banner close