সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

আজ ইমামদের জাতীয় সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুন, ২০২৫ ১১:৩৭

শেয়ার

আজ ইমামদের জাতীয় সম্মেলন
ইমামদের জাতীয় সম্মেলন

জাতীয় হিফজুল কুরআন সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রোববার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা . আফম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম সচিব কে এম আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান। গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এই আয়োজনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন দেশের ইসলামি শিক্ষা, সংস্কৃতি মূল্যবোধের বিকাশ, কুরআন হিফজ সিরাত চর্চা উৎসাহিত করা এবং ইমামদের নেতৃত্ব বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে বাস্তবায়নে ইসলামিক ফাউন্ডেশন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

সূত্র জানায়, সম্মেলনে হিফজুল কুরআন সিরাত প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী গ্রুপের জন করে প্রতিযোগী এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে তিন জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারি ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট সনদপত্র দেওয়া হবে।

হিফজুল কুরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার দেড় লাখ এবং তৃতীয় পুরস্কার লাখ টাকা। সিরাত প্রতিযোগিতার প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৪৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ৪০ হাজার টাকা। শ্রেষ্ঠ ইমাম খামারি ইমামদের ক্ষেত্রেও যথানিয়মে নগদ অর্থ, ক্রেস্ট সনদপত্র নেওয়া হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।



banner close
banner close