মঙ্গলবার

২০ মে, ২০২৫
৬ জ্যৈষ্ঠ, ১৪৩২
২২ জিলক্বদ, ১৪৪৬

ফ্রিতে হজের আমন্ত্রণ জানাল সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ মে, ২০২৫ ০৯:৫০

শেয়ার

ফ্রিতে হজের আমন্ত্রণ জানাল সৌদি আরব
ছবি : সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসনে পরিবার হারানো ও ক্ষতিগ্রস্ত এক হাজার ফিলিস্তিনিকে এ বছর বিনা খরচে হজ পালনের সুযোগ দিয়েছে সৌদি আরব। এ উদ্যোগের সব খরচ বহন করবেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

খালিজ টাইমসের বরাতে জানা গেছে, শুধু নিহত স্বজনদের পরিবার নয়, যেসব ফিলিস্তিনির স্বজন ইসরায়েলি হামলায় আহত বা কারাবন্দি হয়েছেন, তাদেরও এই বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী ৪ বা ৫ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফিলিস্তিনি হজযাত্রীদের যাত্রার শুরু থেকে সৌদি আরবে পৌঁছানো পর্যন্ত সবধরনের সেবা ও সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। এসব বাস্তবায়নের দায়িত্বে থাকবে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের আওতাধীন ‘দাওয়া অ্যান্ড গাইডেন্স’ বিভাগ।

এই উদ্যোগ নেওয়া হয়েছে সৌদি আরবের ‘দুটি পবিত্র মসজিদের অতিথি’ প্রকল্পের অংশ হিসেবে, যার তত্ত্বাবধানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের জন্য বিশেষ হজ ও ওমরাহ আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের একটি আকস্মিক হামলার পর গাজায় ইসরায়েলের অভিযান শুরু হয়। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজা ব্যাপক ধ্বংসের মুখে পড়ে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এ পর্যন্ত ৫৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে প্রায় পুরো জনগোষ্ঠী।

ইসরায়েল গত মার্চ থেকে গাজায় খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ বন্ধ রাখায় সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে।

 

banner close
banner close