বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৪৪

শেয়ার

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী মাহফিল
ছবি: সংগৃহীত

আখেরি মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিল। এবারের মাহফিলে আগত ১০ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

ইসলাম ধর্মগ্রহণ করেছেন চারজন বলে জানিয়েছে চরমোনাই মাহফিল মিডিয়া উপকমিটি।

শনিবার সকাল সাড়ে ৮টায় চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এবারের মাহফিল।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘আল্লাহর ভয় যার অন্তরে নেই, এমন সাধারণ মানুষ বা আলেম, মুফতি ও পীরের কোনো মূল্য নেই। সর্বদা নিজেকে নিজে ছোট মনে করতে হবে। আমিত্বভাব ও তাকাব্বুরি পরিত্যাগ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে।’

তিনি মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া বিভিন্ন ব্যক্তির দেয়া লিখিত প্রশ্নের উত্তর দেন।

মোনাজাতে ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এ বছর মাহফিলে মূল সাতটি বয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বাংলাদেশসহ সৌদি আরব, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, পাকিস্তান, আফগানিস্তান ও তুরস্কের বিশিষ্ট ওলামায়ে কিরাম।

banner close
banner close