লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত।
তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ‘শুক্রবার সকালে ফজরের নামাজের পর আম বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান।’
তিনি আরও জানান, ‘আজ সকাল পৌনে ১০ টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হবে। তালিমের আগে মোজাকেরা (আলোচনা) করবেন ভারতের মাওলানা জামাল।
এ ছাড়া দেশের বৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে শুক্রবার। এতে অংশ নিবেন কয়েক লাখ মুসল্লি। জুমার নামাজে ইমামতি করবেন, বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদ।
এরপর বয়ান করবেন জর্ডানের মাওলানা শেখ উমর খাতিব। বাদ আসর বাংলাদেশের মাওলানা জুবায়ের আহমেদের বয়ান করার কথা রয়েছে।
আরও পড়ুন:








