শুক্রবার

৩০ জানুয়ারি, ২০২৬ ১৭ মাঘ, ১৪৩২

চট্টগ্রাম বিভাগে জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:২৪

শেয়ার

চট্টগ্রাম বিভাগে জামায়াত আমিরের নির্বাচনী সফর শুরু আজ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই প্রচারণার অংশ হিসেবে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী প্রচারণা সফর।

শুক্রবার সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেয়ার মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।

তার জনসভায় অংশ নিতে ভোর থেকেই সভাস্থলে আসতে শুরু করেন ফেনী জেলার নানা প্রান্তের হাজারো মানুষ। জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবার আগেই পূর্ণ হয়ে গেছে পুরো মাঠ।

এরপর জামায়াতের আমির বেলা ১১টায় যাবেন নোয়াখালী, বিকেল সাড়ে ৩টায় যাবেন লক্ষ্মীপুর ও সন্ধ্যা সাড়ে ৬টায় যাবেন কুমিল্লায়।



banner close
banner close