বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

বিএনপির আরও ১১ নেতাকে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ১৭:৪৬

শেয়ার

বিএনপির আরও ১১ নেতাকে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য আরও ১১ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বুধবার (২৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মাদারীপুর-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা মিঠুর বিপক্ষে বিদ্রোহী প্রার্থী কামাল জামান মোল্লার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন- শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহাবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান; শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন আলম; পৌর বিএনপির সদস্য মোস্তফা মোল্লা ও কুদ্দুস মোল্লা এবং মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরী।

তাদের প্রত্যেককে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু বলেন, দল যে সিদ্ধান্ত নিয়েছে, এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে আমার বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমি দলীয় শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত নই।

শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান নাসিম বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। দলের যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নেব। শুধু এটুকু বলব- কোথায় কী দোষ করেছি, তা নিজেও জানি না।



banner close
banner close