বৃহস্পতিবার

২৯ জানুয়ারি, ২০২৬ ১৬ মাঘ, ১৪৩২

অন্যের বিজয় দেখে সহ্য হচ্ছে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১

শেয়ার

অন্যের বিজয় দেখে সহ্য হচ্ছে না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জনগণের ওপর আস্থা না থাকায় শেরপুরে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ১০-এ নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, জনগণের অধিকার নিয়ে আমরা আর কাউকে টানাটানি করার সুযোগ দেব না।

এই ঘটনা কীসের ইঙ্গিত করে, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইঙ্গিত করে অসহিষ্ণুতা। এই ঘটনা ইঙ্গিত করে জনগণের ওপর আস্থা নাই। এই ঘটনা ইঙ্গিত করে অন্যের বিজয় দেখে সহ্য হচ্ছে না।

বুধবার শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে ঝিনাইগাতী উপজেলায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।



banner close
banner close