বুধবার

২৮ জানুয়ারি, ২০২৬ ১৪ মাঘ, ১৪৩২

ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬ ২২:১০

শেয়ার

ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সালাহউদ্দিন আহমদ
ছবি: সংগৃহীত

‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে দলের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়া সবার অধিকার। এদেশে যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে। ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে আমরা গ্যারান্টি দিচ্ছি, সনাতন ধর্মাবলম্বীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) চকরিয়া উপজেলার কাকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশের ভাগ্য পরিবর্তনের জন্য গণতন্ত্রকে শক্তিশালী করতে ২৪-এর ছাত্র গণঅভ্যুত্থানের শহীদের রক্তের অঙ্গীকার ও শহীদের প্রত্যাশা পূরণ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপি যে উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে, তা বাস্তবায়ন করতে ধানের শীষে শত ভাগ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। শক্তিশালী গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

‎তিনি আরও বলেন, চকরিয়ায় বৃহত্তর অংশে চাষাবাদ নিশ্চিতে খাল খনন ও উন্নয়ন করতে গিয়ে আমাকে জেলে যেতে হয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল আমাকে জেলে রাখা, তাদের উদ্দেশ্য পূরণ হলেও দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়েছে।

‎বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশে অনেক দল থাকবে, নির্বাচনে অংশ নেবে এটাই গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্র ও স্বাধীনতার সুরক্ষা একমাত্র বিএনপিই রাখতে পারে। কারণ বিএনপি এ দেশের সার্বভৌমত্ব রক্ষার দল। বিএনপির অপর নাম গণতন্ত্র। বিএনপি মানে উন্নয়ন।

‎নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে সালাহউদ্দিন আহমদের নির্বাচনী এলাকা চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের জলদাস পাড়া, খোজাখালী খীলছাদকে গণসংযোগ করেন। এ সময় তিনি একাধিক পথসভায় বক্তব্য দেন। গণসংযোগে হাজারো নারী পুরুষ তাকে ফুল ছিটিয়ে অভিবাদন জানান।

‎এ সময় কাকারা ইউনিয়ন বিএনপির সভাপতি এম মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা ওলামা দলের সভাপতি আলী হাছান চৌধুরী, জমিয়াতে উলামায়ে ইসলামের জেলা আহ্বায়ক মাওলানা মুফতি শামসুদ্দিন আলতাফ, সদস্য সচিব মৌলানা মুফতি আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ছাইফুল ইসলাম ছাবুসহ আরও অনেকে বক্তব্য দেন।



banner close
banner close