বুধবার

২৮ জানুয়ারি, ২০২৬ ১৪ মাঘ, ১৪৩২

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে: কৃষ্ণনন্দী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬ ১৭:৩০

শেয়ার

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে: কৃষ্ণনন্দী
ছবি: সংগৃহীত

খুলনা-১ আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণনন্দী বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ভারতে যেতে হবে না। তাদের এখানে জামাই আদরে রাখা হবে। জামায়াত কখনো টাকা দিয়ে ভোট কেনে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় খুলনা সার্কিট হাউস মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।

কৃষ্ণনন্দী বলেন, একটি দল চাঁদাবাজির টাকার বস্তার মুখ খুলে দিয়েছে ভোট কেনার জন্য। আপনারা হাট-বাজারে গরু-ছাগল কেনার মতো করে ভোট কিনে বেড়াচ্ছেন- এটা ঠিক নয়।

ভোটারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জামায়াত কখনো ভোট কেনার জন্য বিকাশে টাকা দেয় না।

খুলনার সা‌র্কিট হাউসে খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলা‌মীর উদ্যো‌গে আয়ো‌জিত নির্বাচনী সমা‌বেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ‌লের আমির ডা. শ‌ফিকুর রহমান।



banner close
banner close