বুধবার

২৮ জানুয়ারি, ২০২৬ ১৪ মাঘ, ১৪৩২

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬ ১৬:২০

শেয়ার

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার ঘটনায় এনসিপির নিন্দা ও প্রতিবাদ
ছবি: সংগৃহীত

শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী ছাত্রদলের সন্ত্রাসীদের দ্বারা ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলার ঘটনায়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে।

কলেজের একটি অনুষ্ঠানে উপস্থিত হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম, পানি ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। হামলাকারীরা প্রকাশ্যে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিয়ে সহিংসতা চালায়। যা প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস।

এর আগেও গত ২৩ জানুয়ারি জনাব নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় একই কায়দায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলা স্পষ্টতই প্রমাণ করে এসব হামলা পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।

এনসিপি মনে করে, জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে আসছেন। তাঁর এই সাহসী অবস্থানেই ক্ষুব্ধ হয়ে রাজনৈতিক পরিচয়ের আড়ালে একটি কুচক্রী মহল তাঁকে ভয় দেখাতে ও নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে এসব হামলা চালাচ্ছে।

আমরা দৃঢ়ভাবে বলতে চাই- সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানাচ্ছে, এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।



banner close
banner close