সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ১৩ মাঘ, ১৪৩২

২৬ ও ২৭ জানুয়ারি আট জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬ ০৭:৫৯

শেয়ার

২৬ ও ২৭ জানুয়ারি আট জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলে দুদিনের সফর শেষে করে রবিবার দিনভর নিজের নির্বাচনী এলাকাসহ অন্তত চারটি স্থানে প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আবার দুদিনের সফরে ২৬ ও ২৭ জানুয়ারি ৮ জেলায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা সফর করবেন তিনি। এ সফরকালে তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

এ সময় তার সফরসঙ্গী হবেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।



banner close
banner close