সোমবার

২৬ জানুয়ারি, ২০২৬ ১৩ মাঘ, ১৪৩২

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬ ১৪:৪৯

শেয়ার

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ নাহিদ ইসলামের
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার সকালে রাজধানীর বাড্ডার সাতারকুলসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী মাঠে এখনো সমান সুযোগ নিশ্চিত হয়নি। একটি পক্ষ পরিকল্পিতভাবে কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা সত্ত্বেও জনগণ পরিবর্তনের পক্ষে রয়েছে।

তিনি আরও বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের বিদায় ঘটবে।

এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সংকটের কথা তুলে ধরে তা সমাধানে কার্যকর উদ্যোগ নে য়ার আশ্বাস দেন। নাহিদ ইসলাম দাবি করেন, ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে ভোট দিন। যাকে ভোট দেবেন, ভেবেচিন্তে দেবেন। কোনো লোভ, সুবিধা বা মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হবেন না। যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দিন, যিনি সত্যিকার অর্থে এলাকা ও দেশের পরিবর্তন করতে পারবেন।

প্রচারণাকালে তিনি ভোটারদের শাপলা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানান।



banner close
banner close