মঙ্গলবার

২০ জানুয়ারি, ২০২৬ ৭ মাঘ, ১৪৩২

জামায়াতে আমিরের বগুড়া সফরের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৬ ০৮:৫৬

শেয়ার

জামায়াতে আমিরের বগুড়া সফরের কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী ২৪ জানুয়ারি বগুড়ায় যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি গাইবান্ধা থেকে সরাসরি বগুড়ায় যাবেন।

সোমবার জনসভা বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে বগুড়া জেলা ও শহর জামায়াতের যৌথ প্রস্তুতি সভা জেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, শহর আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, বগুড়ায় যাওয়ার পথে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শিবগঞ্জ উপজেলার মোকামতলায় পথসভা করবেন। এরপর তিনি বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

এ বিষয়ে বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেন, আলতাফুন্নেছা খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হবে সকাল ১০টায়। তবে, সকাল সাড়ে ৯টা থেকে জনসভায় শিল্পীরা নির্বাচনি সংগীত পরিবেশন করবেন।

বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান বলেন, শহরের জনসভা শেষে ঢাকায় ফেরার পথে দুপুর ১২টায় জামায়াত আমির শেরপুরে পথসভা করবেন।



banner close
banner close