সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু

কুষ্টিয়া, প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৮:৩৮

শেয়ার

বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতের আমিরের মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের পৌরসভা এলাকায় বিক্ষোভ মিছিল শেষে বক্তৃতাকালে তিনি ইন্তেকাল করেন।

সদর (কুষ্টিয়া-৩) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমীর হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জামায়াতের এমপিপ্রার্থী মুফতি আমির হামজা লিখেছেন, আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ এ কোন পরীক্ষা?

তিনি আরও বলেন, আমাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ বাদ আসর বিক্ষোভ মিছিলে বক্তব্য চলাকালীন সময় আমার অভিভাবক কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করেছেন।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীকের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার আত্মার মাগফেরাত কামনা করে এবং তার শোক-সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সর্বস্তরের জনগণ।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেয়া হচ্ছিল। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।



banner close
banner close