সোমবার

১৯ জানুয়ারি, ২০২৬ ৬ মাঘ, ১৪৩২

জামায়াত জোটের প্রার্থী ওপেন রাখার পক্ষে ঢাকা ২০ আসনের ভোটাররা

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬ ১৩:২১

শেয়ার

জামায়াত জোটের প্রার্থী ওপেন রাখার পক্ষে  ঢাকা ২০ আসনের ভোটাররা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২০ ধামরাই আসনে নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে জামায়াতসহ দশ দলীয় জোটের প্রার্থীদের জন্য মাঠ উন্মুক্ত রাখার পক্ষে মত দিচ্ছেন স্থানীয় ভোটাররা।

ধামরাই আসন দশ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জোট ৷ ধামরাই এ আসনে জোটের চার জন প্রার্থী রয়েছে৷

জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ রাজনীতিতে নতুন মুখ ৷ ঢাকার প্রবেশদ্বার জনপ্রিয় এ আসনটি দেশের অন্যতম গুরুত্ব বহন করে৷ গুরুত্বপূর্ণ এ আসনে নতুন প্রার্থীকে ভোটাররা না চেনায় জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে৷ তাদের মতে জোটের মধ্যে পরিচিত মুখ এমন কেউ প্রার্থী হলে ভাল হত৷

ধামরাইয়ের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ধামরাইয়ে বিএনপির মনোনীত প্রার্থীর সঙ্গে ভোটের মাঠে প্রতিযোগিতায় যেতে হলে জামায়াতের প্রার্থীর বিকল্প নেই ৷ ঢাকার অতি সন্নিকটে শিল্পাঞ্চল ধামরাই আসনটি বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন ভোটে শক্ত অবস্থান থাকলেও জামায়াত ইসলামীর মাওলানা কাজী আব্দুর রউফ ভোটের মাঠে তৎপর ছিল৷ এদিকে জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদের নির্বাচনের অভিজ্ঞতা না থাকলেও জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল রউফ ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইচ চেয়ারম্যান পদে পয়তাল্লিশ হাজার ভোট পেয়েছিলেন৷

স্থানীয় অনেকের মতেই, জামায়াত নির্বাচনী মাঠে থাকলে ভোটের লড়াই হবে ভারসাম্যপূর্ণ, বাড়বে ভোটার উপস্থিতি এবং জনগণ পছন্দের প্রার্থীকে বেছে নেয়ার সুযোগ পাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভোটাররা আরও বলেন, সব রাজনৈতিক শক্তির অংশগ্রহণ নিশ্চিত হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে। তাই শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত ইসলামীর দশ দলীয় জোট ওপেন রাখার দাবি জোরালো হচ্ছে ঢাকা ২০ আসনে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধামরাইয়ের এই আসনে নির্বাচনকে প্রাণবন্ত রাখতে বড় রাজনৈতিক দল গুলোর সরাসরি অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এবি প্রার্টির ভাইচ চেয়ারম্যান লে.কর্নেল(অব.) হেলাল উদ্দিন বলেন,ইলেকশন তো জোটের মাধ্যমে হচ্ছে আমরা দশ দলীয় জোটে আছি। জোট যা সিদ্ধান্ত দেবে তাকে মেনে নিবো৷ ঢাকা-২০ ধামরাইয়ের কিছু ঐতিহ্য রয়েছে, সেভাবে আমাদের এলাকাবাসীরা কিছু নিজস্ব মতামত আছে সেটাকে সামনে রেখে জোট যদি সামনে সিদ্ধান্ত নেয় তাহলে ভালো হবে।ধামরাই আসনে যদিও আমরাও তেমন পরিচিত নাই তবে জামাতের আব্দুর রউফ ভাই এ আসেন খুবই পরিচিত মুখ।

খেলাফত মজলিসের দেয়ালঘড়ির প্রার্থী মুফতি আশরাফ আলী বলেন, সারা বাংলাদেশে আমাদের দল দুটি প্ল্যানে এগুচ্ছে এ এবং বি, দশটি আসনে এ প্ল্যানে উমুক্ত করার ব্যাপারে কথা চলছে। এই দশটির মধ্যে ঢাকা ২০ আসনে জোটের বাহিরে গিয়ে নির্বাচনের ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমরা এই আসেন "এ প্ল্যানে" ওপেন নির্বাচন করা ভোটারদের দাবী।

জোটের প্রার্থীর বিষয়ে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা কাজী আব্দুর রউফ জানান,প্রার্থীর বিষয়ে পত্রিকার মাধ্যমে দেখেছি এখনো দলীয় ভাবে সাংগঠনিক কোন নির্দেশনা পাইনি যেহেতু ২০ তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ সংগঠনের নির্দেশনায় অপেক্ষা করব৷ সংগঠনের প্রতি আমরা আনুগত্যশীল সংগঠনের নির্দেশনা অনুযায়ী আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ৷

ঢাকা ২০ আসনের জোটের প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জোটের সিদ্ধান্ত কে স্বাগত জানিয়ে বলেন,আমাদের দল এনসিপি জোটের সাথে নির্বাচন করছে তাই আমি নিদিষ্ট দলের প্রার্থী না আমি জোটের একজন প্রার্থী৷



banner close
banner close