শনিবার

১৭ জানুয়ারি, ২০২৬ ৪ মাঘ, ১৪৩২

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসিতে লিখিত ব্যাখ্যা মামুনুল হকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ১২:৩৬

শেয়ার

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইসিতে লিখিত ব্যাখ্যা মামুনুল হকের
ছবি: সংগৃহীত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে তিনি লিখিত ব্যাখ্যা জমা দেন।

ইসি সূত্র জানায়, সকাল ১০টার দিকে মামুনুল হক নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে শোকজ নোটিশের লিখিত জবাব দেন। পরে কমিশনের পক্ষ থেকে তার ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এ বিষয়ে জানতে চাইলে মামুনুল হক বলেন, আমাকে ঘিরে প্রকাশিত একটি সংবাদে অপসাংবাদিকতা করা হয়েছে। আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন, তবে নিজ নির্বাচনী এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাইনি।

তিনি আরও বলেন, আমি কমিশনকে জানিয়েছি, আমার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি সংসদ নির্বাচনের জন্য কোনো প্রচারণায় অংশ নিইনি। লিখিত জবাবের বিষয়ে নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

এর আগে গত ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন।

নোটিশে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে গত ১৩ জানুয়ারি বিকেল ৫টার দিকে মামুনুল হক অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন। এ বিষয়ে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হয়।

নির্বাচন কমিশনের মতে, ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিন ১২ ফেব্রুয়ারির তিন সপ্তাহ আগেই এ ধরনের কার্যক্রম নির্বাচনি প্রচারণার মধ্যে পড়ে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩ ও ১৮-এর লঙ্ঘন।

এ অবস্থায় কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশনা দেওয়া হয়।



banner close
banner close