শনিবার

১৭ জানুয়ারি, ২০২৬ ৩ মাঘ, ১৪৩২

নারায়ণগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬ ২০:১৫

শেয়ার

নারায়ণগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দেলপাড়া এলাকায় এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিন।

গণসংযোগের আগে দেলপাড়া এলাকায় জুলাই আন্দোলনে শহীদ আদিলের বাবার সঙ্গে সাক্ষাৎ করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং আন্দোলনে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।



banner close
banner close