আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করার লক্ষ্যে এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী “হ্যাঁ ও দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন ২০২৬” পরিচালনার ঘোষণা দিয়েছে মঞ্চ ২৪
আজ এক ঘোষণায় মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী জানান, জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে আধিপত্যবাদবিরোধী নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করাই এই ক্যাম্পেইনের প্রধান উদ্দেশ্য। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ধারাবাহিক গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী করা ভারতীয় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। একইসঙ্গে আগামীর সংসদে যেন কোনো দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যেতে না পারে, সে লক্ষ্যে দেশব্যাপী দুর্নীতিবিরোধী প্রচারণা চালাবে মঞ্চ ২৪।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাম্পেইনে দেশের আপামর ছাত্র-জনতা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, জুলাই আন্দোলনের নেতৃবৃন্দ, আহত ও শহীদ পরিবারের সদস্য, আলেম সমাজ, নারী নেতৃত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে বিভাগীয় শহরগুলোতে কর্মসূচি পরিচালনা করা হবে।
ফাহিম ফারুকী আরও বলেন,
শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই মাটিতে ফ্যাসিবাদের সূচনা করতে দেওয়া হবে না। আগামীর বাংলাদেশের সংসদে যেন কোনো দুর্নীতিবাজ ব্যক্তি প্রবেশ করতে না পারে, সে জন্য জনগণকে প্রার্থী যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ভারতের মদদপুষ্ট দিল্লিকেন্দ্রিক কোনো গোলামকে বাংলাদেশের প্রতিনিধি হতে দেওয়া হবে না।
মঞ্চ ২৪ মনে করে, গণভোটে জনগণের স্পষ্ট ও সাহসী অবস্থানই একটি সার্বভৌম, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের ভিত্তি রচনা করবে।
প্রেরক:
ফাহিম ফারুকী
আহ্বায়ক
মঞ্চ ২৪
আরও পড়ুন:








