মঙ্গলবার

১৩ জানুয়ারি, ২০২৬ ৩০ পৌষ, ১৪৩২

গণভোটে 'না' এর পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি দল: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১৭:৪৭

শেয়ার

গণভোটে 'না' এর পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি দল: নাহিদ ইসলাম
সংগৃহীত ছবি

বিএনপিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে 'না' এর পক্ষে প্রচারণা চালাচ্ছে একটি রাজনৈতিক দল। গণভোটে 'না' জয়যুক্ত হলে আগের পদ্ধতিই বহাল থাকবে, ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। যদি আমাদের ভোট না-ও দেন, তারপরও 'হ্যা' এর পক্ষে ভোট দেবেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ভোটের গাড়ি উদ্বোধন করেন নাহিদ ইসলাম। তখন তিনি এসব কথা বলেন।

এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়াসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ভোটের গাড়ি সম্পর্কে জানানো হয়, গণভোটের পক্ষে সচেতনতা সৃষ্টির জন্য আপাতত একটি গণভোটের গাড়ি চালু করা হলো। পরে আরো বাড়ানো হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাবে এই গাড়ি।

জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নির্বাচনে জিতে সরকার গঠন করে দেশ সংস্কার করবে বলে দাবি করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দল বিভিন্ন ধরনের কার্ড দেবে বলে প্রচারণা চালাচ্ছে। কিন্তু টাকা কোথা থেকে আসবে তা বলছে না। হয় তারা ট্যাক্স বাড়াবে, নয়তো দলীয় কর্মীরাই এই কার্ড পাবে। আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়াবে বলে দেশকে ছাড়খার করে দিয়েছে। সস্তা প্রচারণা করে মানুষের সাথে প্রতারণা করা যাবে না।



banner close
banner close