রবিবার

১১ জানুয়ারি, ২০২৬ ২৮ পৌষ, ১৪৩২

জামায়াত সেক্রেটারির কত সম্পদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ০০:২০

শেয়ার

জামায়াত সেক্রেটারির কত সম্পদ
সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার খুলনা-৫ (ফুলতলা–ডুমুরিয়া) আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের আনুমানিক মূল্য ১ কোটি ১৪ লাখ টাকার বেশি।

গত ২৯ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। পরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে ওয়েবসাইটে হলফনামা প্রকাশ করে।

মিয়া গোলাম পরওয়ারের জন্ম খুলনার ফুলতলা উপজেলায়। তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানাও সেখানে। হলফনামা অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা এমকম (অ্যাকাউন্টিং)। বর্তমান পেশা ব্যবসা এবং সাবেক পেশা শিক্ষকতা। তার স্ত্রী কামরুন্নাহার সালমা গৃহিণী।

হলফনামায় উল্লেখ করা হয়েছে, মিয়া গোলাম পরওয়ারের আয়ের একমাত্র উৎস ব্যবসা। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। তিনি চলতি বছর মোট ৪ লাখ ৮২ হাজার ৪৭৮ টাকা আয় করে ৫ হাজার ৬২৫ টাকা আয়কর পরিশোধ করেছেন।

তার অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৭ লাখ ২৪ হাজার ৭৩৩ টাকা। এছাড়া ৮০ হাজার ৬৫০ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ১ লাখ ১০ হাজার টাকার আসবাব রয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১৫ লাখ ৫ হাজার ৩৮৩ টাকা এবং বর্তমান মূল্য আনুমানিক ১৪ লাখ ৯ হাজার ৭৩৩ টাকা।

তার স্ত্রীর কাছে নগদ ২ হাজার ৬৭৫ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৪ হাজার ৩৪৫ টাকা রয়েছে। স্ত্রীর নামে ১৫ ভরি স্বর্ণ রয়েছে, যার অর্জনকালীন মূল্য ছিল ৪৫ হাজার টাকা। সব মিলিয়ে স্ত্রীর সম্পদের অর্জনকালীন মূল্য ৫২ হাজার ২০ টাকা হলেও বর্তমান বাজারমূল্য আনুমানিক ২২ লাখ ৫৭ হাজার ২০ টাকা। তার স্ত্রীর নামে কোনো স্থাবর সম্পত্তি নেই।

মিয়া গোলাম পরওয়ারের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে অকৃষিজমি ও ভবন, যার বর্তমান বাজারমূল্য ১ কোটি টাকা। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ছিল ২২ লাখ ৭২ হাজার টাকা।

হলফনামায় তিনি তার বিরুদ্ধে হওয়া মোট ৪৮টি ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করেছেন। এর মধ্যে ঢাকায় ৩২টি, খুলনায় ১৫টি এবং নারায়ণগঞ্জে একটি মামলা হয়েছিল। মামলাগুলো ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে দায়ের করা হয়। সর্বাধিক ২০টি মামলা হয়েছিল ২০১২ সালে।

হলফনামা অনুযায়ী, তিনি সব মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন এবং বর্তমানে তার বিরুদ্ধে কোনো সক্রিয় ফৌজদারি মামলা নেই। মামলাগুলোর মধ্যে একটি বাতিল, ৩৮টিতে খালাস এবং ৯টি থেকে অব্যাহতি পেয়েছেন তিনি।

দাখিল করা আয়কর রিটার্ন অনুযায়ী, মিয়া গোলাম পরওয়ার মোট ৩৭ লাখ ৮১ হাজার ৩৩৬ টাকার সম্পদের হিসাব দিয়েছেন।



banner close
banner close