শুক্রবার

৯ জানুয়ারি, ২০২৬ ২৬ পৌষ, ১৪৩২

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬ ২২:৩৮

শেয়ার

জামায়াতে কোনো রাজাকার ছিল না : মেজর আক্তারুজ্জামান
সংগৃহীত ছবি

সদ্য জামায়াতে যোগদানকারী সাবেক বিএনপি নেতা মেজর (অব.) আক্তারুজ্জামান বলেছেন, রাজাকার মানে পাহারাদার। জামায়াতে ইসলামীতে কোনো রাজাকার ছিল না। মুক্তিযুদ্ধের পর সব রাজাকারকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জামায়াতের কেউ যায়নি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন রুকনদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহরের বড় হরিশপুর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নারীসহ ১১৭ জন রুকন শপথ গ্রহণ করেন।



banner close
banner close