শনিবার

৩ জানুয়ারি, ২০২৬ ২০ পৌষ, ১৪৩২

বগুড়া- ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬ ১২:৩১

শেয়ার

বগুড়া- ৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেন তিনি।

এর আগে ২৮ ডিসেম্বর বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন তারেক রহমান। এরপর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।

এছাড়াও এই আসনে জামায়াতে ইসলামী প্রার্থী আবিদুর রহমান সোহেল এর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সমাজতান্ত্রিক দল বাসদের দিলরুবা নুরি, ইসলামী আন্দোলনের আ.ন.ম মামুনুর রশিদ, জেএসডির আব্দুল আল ওয়াকির মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল করেন।



banner close
banner close